• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী গাড়ি ও যাত্রীদের চাপ বাড়ার আশঙ্কা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০২০, ১১:৩৪
Dhaka-bound vehicles and passengers at Daulatdia Ghat are expected to increase the pressure
ছবি সংগৃহীত

ঈদের ছুটির ৪র্থ দিন শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটে যাত্রী ও গাড়ির কোনও চাপ না থাকলেও দুপুর একটার পর থেকে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী সাধারণ যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ার আশঙ্কা করছে বিআইডব্লিউটিসি। তবে এই ফেরিঘাটের বাইপাস সড়কে পারাপারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে।

ঈদ শেষে আজ ও আগামীকাল দুই দিন সাপ্তাহিক ছুটি। এরপরই খুলবে সরকারি অফিস। তাই ধীরে সুস্থে ঢাকা নগরীতে ফিরছেন জনগণ।

এখন পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় প্রবেশ করছেন যাত্রীরা। আবার প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীসহ বিভিন্ন জেলায় ফিরছেন অনেকেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে। তাই শুক্রবার সকাল থেকে রো রো চারটি ফেরি ঘাটেরই বসে রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘাট এলাকা ও ফেরিতে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। যাত্রীদের জান-মালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় ফিরতি ট্রেনে যাত্রীর চাপ
ঢাকাসহ চার বিভাগে বজ্র ও শিলাবৃষ্টির আভাস
ফ্লাইওভার থেকে ৫০ যাত্রী নিয়ে পড়ে গেল বাস, নিহত ৫ 
X
Fresh