spark
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪১ জন, আক্রান্ত ৩৩৬০ জন, সুস্থ হয়েছেন ৩৭০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রাজশাহীতে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৯ মে ২০২০, ০৯:১৮ | আপডেট : ২৯ মে ২০২০, ১৫:৪৯
Corona Rajshahi seven
ছবি সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের করোনা ল্যাব ও রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পৃথক পৃথক ভাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলায় এক নারী পুলিশ সদস্যসহ তিনজনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যাদের মধ্যে একজন করোনা আক্রান্ত ব্যক্তি রাজশাহী মহানগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ফরিদ মো. শামিম আর অপরজনের বাড়ী রাজশাহী বাঘা উপজেলায়।

এছাড়াও করোনা শনাক্তকৃত অপর চারজন হলেন- চাঁপাইনববাগঞ্জ জেলার নাচোল উপজেলায় দুইজন, পাবনায়  একজন এবং নাটোরে  একজন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, আক্রান্ত নারী পুলিশ সদস্যের নাম রিমা খাতুন। তিনি রাজশাহী রিজার্ভ ফোর্সে (এসএএফ) কনস্টেবল পদে কর্মরত। গেল ২২ মে তিনি ডিএমপি থেকে রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে যোগদান করেন। এরপর থেকে তিনি কোয়ারেন্টিনে ছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার পরীক্ষার পর তার করোনা পজেটিভ এসেছে।

গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়ায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগি শনাক্ত হয়। বৃহস্পতিবার নতুন তিনজন শনাক্তের মধ্য দিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এর রাজশাহী মহানগরে ১০ জন, বাঘায় ছয়জন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় তিনজন, মোহনপুরে ছয়জন, তানোরে ১০ জন ও পবায় দুইজন।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৫৪৯৪ ৮৪৫৪৪ ২২৩৮
বিশ্ব ১২১৮০৮৩২ ৭০৮১৪১০ ৫৫২৩৯৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়