• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দোহারে দুই স্বাস্থ্যকর্মীসহ ৭ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

  ২৮ মে ২০২০, ২৩:৩৮
Corona of 6 people including two health workers was identified in Dohar
ফাইল ছবি

ঢাকার দোহার উপজেলায় দুই স্বাস্থ্যকর্মীসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

নতুন করে করোনা শনাক্ত হওয়া সাতজনের মধ্যে দু’জন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের মুয়াজ্জিন। বাকি চারজনের মধ্যে একজনের বাড়ি উপজেলার মালিকান্দা গ্রামে, একজনের বাড়ি বিলাসপুরের রাধানগর, একজনের বাড়ি রাইপাড়া এবং একজনের বাড়ি ঢাকা।

বৃহস্পতিবার (২৮ মে) রাত দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন করে আক্রান্ত হওয়া সাতজনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

প্রসঙ্গত, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ৫৪ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২ জন। মৃত্যুবরণ করা দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
জলদস্যুদের হাতে জিম্মি ‘এমভি আবদুল্লাহ’র অবস্থান শনাক্ত
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
X
Fresh