• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে পথ হারিয়ে গাছের ডালে রাত কাটালো ৬ কিশোর

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১৯:৩৭
Police have rescued a young man who was lost in a storm while touring the Sundarbans.
উদ্ধার হওয়া ৬ কিশোর

সুন্দরবনে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে হারিয়ে যাওয়া ৬ যুবককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের ধানসাগর এলাকায় মাইকিং করে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোররা হলেন, ইমরান খলিফা, মাইনুল ইসলাম, আব্দুর রহিম, জয়, সাইমন খলিফা, জুবায়ের খলিফা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আবু সাইয়েদ জানান, উপজেলার দক্ষিণ আমড়া গাছিয়া গ্রামের স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ৬ কিশোর গতকাল বুধবার সকালে পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট ষ্টেশন সংলগ্ন এলাকায় ঘুরতে যায়।

বনের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার চলে যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসলে তারা ফিরে আসার পথ হারিয়ে ফেলে। এ সময় কালবৈশাখী ঝড় শুরু হলে কিশোর দল আতঙ্কিত হয়ে পড়ে। পরে এক কিশোর রাত ১০টার দিকে ৯৯৯ ( ট্রিপল নাইনে) ফোন দিলে তা শরণখোলা থানা পুলিশ অবহিত হয়।

ধানসাগর নৌ পুলিশকে সঙ্গে নিয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আবু সাইয়িদের নেতৃত্বে রাত ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। সারারাত চেষ্টার করে ২০ ঘণ্টা পর হারিয়ে যাওয়া আতঙ্কিত কিশোরদের সুন্দরী গাছের ডগা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে কিশোরদের তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
সুন্দরবনে আজ থেকে মধু আহরণ শুরু
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
X
Fresh