• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০৯ জনকে ভারতে পাঠানো হলো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১৭:২৬
109 people were sent to India through Akhaura land port
ছবি সংগৃহীত

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া অব্যাহত রেখেছে ভারত সরকার।

বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০৯ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণে এসেছিল। এ সময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।

তাদেরকে অভ্যর্থনা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম দফায় আটকে পড়া ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদেরকে ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পরামর্শ দেন এই হাই কমিশনার।

করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বাংলাদেশে আটক পড়া ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে যেতে পারবে বলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য তারা হাইকমিশনের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সমবায় ব্যাংকের চেয়ারম্যান নেছার আহমদ চৌধুরী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী ও আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
X
Fresh