• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে রেলপথে ভারতীয় পেঁয়াজের আমদানি (ভিডিও)

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১৭:১৫
Import of Indian onions by rail to Healy
ছবি সংগৃহীত

দিনাজপুরের হিলিতে রেলপথে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩-২৫ টাকা কেজি দরে।

দীর্ঘ দুই মাস পর হিলিতে রেল যোগে আমদানি হলো ভারতীয় পেঁয়াজ। দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে একটি মালবাহী ট্রেনে ভারতের নাসিক ও ভেলোর থেকে এসব পেঁয়াজ আমদানি করে হিলির পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রায়হান ট্রেডার্স।

গতকাল বৃহস্পতিবার সকালে পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি বিরল রেলবন্দর থেকে হিলি রেলস্টেশনে এসে পৌঁছলে খালাস কার্যক্রম শুরু হয়।

হিলি স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, ৪২টি ওয়াগানে (বগি) এক হাজার ছয়শ’ মেট্র্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানিকৃত এসব পেঁয়াজ দুই দিনের মধ্যে মালবাহী ট্রেনটি থেকে খালাশ করে দর্শনা বন্দর দিয়ে পুনরায় ভারতফেরত পাঠানো হবে।

পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান রায়হান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলহাজ শাহিদুল ইসলাম জানান, ভারতের নাসিক ও ভেলোর থেকে বাংলাদেশি টাকায় ২১ টাকা কেজি দরে এসব পেঁয়াজ আমদানি হয়েছে। যা হিলির পাইকারি বাজারে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পেঁয়াজ সরবরাহ হচ্ছে ঢাকা-চিটাগাংসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

দেশে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় খোলা বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করেন আমদানি কারকরা।

এদিকে দীর্ঘ দুই মাস বসে থাকার পর কাজে যোগ দিতে পারায় শস্তি ফিরে এসেছে শ্রমিকদের মাঝে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
গরমে বেড়েছে আখের রসের চাহিদা
হিলিতে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
X
Fresh