• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যশোরে সীমিত আকারে চালু করা হলো দোকান-পাট

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১৭:০৪
Shop-jute was introduced in Jessore on a limited scale
ছবি সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের জন্য বন্ধ রাখা যশোরের দোকান পাট দীর্ঘদিন পর সীমিত আকারে খোলার অনুমতি দেয়া হয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি গতকাল বৈঠক শেষে এ সিদ্ধান্ত দেয়।

এরপর আজ সকাল থেকে শহরে দোকান পাট খুলেছে। করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এর আগে ২৭ এপ্রিল যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর সরকারি সিদ্ধান্তে শর্তসাপেক্ষে ১০ মে থেকে সীমিত আকারে দোকান-পাট খোলার অনুমতি দেয়া হয়।

তবে এরপর যশোরে আবার করোনা রোগী বাড়তে থাকায় এক সপ্তাহ পর ঈদের আগে আবারো দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

সর্বশেষ গতকাল আবারো দোকান-পাট খোলার অনুমতি দেয়া হয়েছে। জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, ব্যবসায়ীরা সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন। তবে এ ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি চলতে হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি
যশোরে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন
যশোরে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, ৩ শহরে ফ্লাইট বন্ধ
X
Fresh