• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোলায় ঝড়ে বিধ্বস্ত দেড় শতাধিক বাড়ি-ঘর

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১৬:২৬
Storm-forgotten houses
ছবি সংগৃহীত

ভোলায় লালমোহন ও চরফ্যাশন উপজেলার পাঁচটি ইউনিয়নের ঝড় ও টর্নেডোর আঘাতে দেড় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।

এ সময় কয়েকশ গাছ ভেঙে পড়ে। ভেঙে পড়ে বিদ্যুতের পিলার । বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয়রা। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় এই ঝড় আঘাত হানে।

কোনও কিছু বুঝার আগেই কয়েক মিনিটের মধ্যে মানুষের ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। বিধ্বস্ত এলাকাগুলো হচ্ছে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদাপ্রসাদ, পিয়ারীমোহন, চরউমেদ ইউনিয়ন ও চরফ্যাশনের নূরাবাদ ইউনিয়নের এক ও চার নম্বর ওয়ার্ড চরতোফাজ্জল, নীলকমল ইউনিয়নের চরযমুনা ও ওসমানগঞ্জ ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকা। লালমোহনে একটি রেজিস্ট্রার্ড প্রাইমারী স্কুল ভবন বিধ্বস্ত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, ইউপি চেয়ারম্যান আলগমীর হোসেন ও আনোয়ার হোসেন জানান, তাদের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাতে বৃষ্টির জন্য উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। সকাল থেকে অভিযান শুরু হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আশঙ্কা
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডব্লিউএমও
X
Fresh