• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুর আরও ২৪ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ২৮ মে ২০২০, ১১:৩৪
ফরিদপুর আরও ২৪ জন করোনা আক্রান্ত

ফরিদপুরে গেল ২৪ ঘণ্টায় ফরিদপুর আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২২০ জন।

ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন করে যে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ২০ পুরুষ এবং চার নারী। এদের মধ্যে ফরিদপুর সদরে ১৩, ভাঙ্গায় পাঁচ, সদরপুর দুই, বোয়ালমারীতে এক, আলফাডাঙ্গায় এক, মধুখালীতে এক ও সালথায় একজনের করোনায় আক্রান্ত হয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ফরিদপুর ২৪, গোপালগঞ্জের দশজনের নমুনার ফলাফল পজিটিভ হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্ট থানায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান বুলু জানান, এ পর্যন্ত ফরিদপুর করোনা ইউনিটে ভর্তি রোগী সংখ্যা রয়েছে ৩৪ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh