• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: বগুড়ায় আরও ৫০ রোগী শনাক্ত

বগুড়া অফিস, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০২০, ২৩:৩৭
করোনাভাইরাস: বগুড়ায় আরও ৫০ রোগী শনাক্ত

বগুড়ায় নতুন করে আরও ৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৪০ করোনা রোগী শনাক্ত হলো।

জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১৪ জন।

বুধবার রাত ৯টায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩ শিফটে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ‌ ফলাফলে বগুড়ার ১৬৬টি নমুনার মধ্যে ৫০ জনের, জয়পুরহাটের ৪৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১ জন, সিরাজগঞ্জের ৬৫টির মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে একইদিনে গাইবান্ধার ৩টি নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলোই নেগেটিভ এসেছে।

এদিকে বগুড়া জেলায় একদিনে ৫০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ায় এটিই এখন পর্যন্ত জেলার সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন ।‌

নতুন শনাক্ত বগুড়া জেলার ৫০ রোগীদের মধ্যে বগুড়া সদরের ৩৩ জন, গাবতলী উপজেলায় ৮ জন, শাজাহানপুর উপজেলার ৫ জন, সোনাতলা উপজেলার ২ জন এবং কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় ১ জন করে রয়েছে। এছাড়া ১৮ জন সুস্থ হয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh