• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০২০, ১৮:৩৩
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

আজ বুধবার (২৭ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক তিন নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকার রুবেলের বাড়িতে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিনা বেগম (২৫), সুমাইয়া (৩৫) ও মো. হাসান শেখ ( সাড়ে ৩ বছর)। আহতরা হলেন- রবিউল এবং তার স্ত্রী শাবানা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালের ঝড় বৃষ্টিতে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের একটি তার বাতাসে ওই বাড়ির দ্বিতীয় তলা ভবনের টিনের চালে আটকে যায়। পরে বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে ওই ঘর বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে আরও একজন হাসপাতালে মারা যায়। আহত ২ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আজ সকালে ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফর্মার থেকে তার ছিরে পাশের একটি টিনশেড ঘরের উপর পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জন মারা যায়।

এদিকে ১১ হাজার ভোল্টেজের তারটি ওই বাড়ির পার্শ্ববর্তী হওয়ায় বিপদের আশঙ্কায় পূর্বে স্থানীয় বিদ্যুৎ অফিসে ব্যবস্থা নেয়ার আবেদন জানালেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
X
Fresh