• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ২৭ মে ২০২০, ১৮:১৪
Sudden rise in water in Teesta
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে তিস্তা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ভাটি এলাকায় অনেক ফসলী জমিতে পানি প্রবেশ করেছে। চর এলাকার নিম্নাঞ্চলের কিছু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

জানা যায়, পানিতে হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ী, সিন্দুনা কালিগঞ্জ উপজেলার চরবৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছসহ ১০ গ্রামের ফসলি জমিতে পানি প্রবেশ করেছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আব্দুল কাদের জানান, তিস্তা নদীতে উজানের পানি ঢুকে পড়ায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। ব্যারাজের জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বর্তমানে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘তিস্তা চুক্তি সমাধানে ভারতের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে’
সবুজে ছেয়ে গেছে তিস্তারচর
তিস্তাপাড়ের বর্গাচাষী মফিজুলের ঘুরে দাঁড়ানোর গল্প
২০২৬ সালের মধ্যে তিস্তা সংকট মিটে যাবে: পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh