• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে আরও ৮ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০২০, ১৩:৫১
Corona virus
ফাইল ছবি

খাগড়াছড়িতে বেড়েই চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অপরদিকে খাগড়াছড়ির মানিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত নারীর লাশ দাফন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী দল স্বাস্থ্যবিধি অনুসরণ করে মৃত ব্যক্তির লাশ দাফন করেন। একই সঙ্গে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ মে ওই নারী গার্মেন্টস কর্মী গোপনে মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা গ্রামের বাড়িতে ফেরার পর থেকে সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। পারিবারিকভাবে লাশ দাফনের চেষ্টা করলে গ্রামবাসী বিষয়টি প্রশাসনকে অবহিত করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, মৃত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh