• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্যাটারি চার্জ দিতে গিয়ে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০২০, ১৩:০৯
Death of a teenager
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরের বাস্তা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় ঘুড়িতে লাগানো লাইটের ব্যাটারি চার্জ দিতে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত সবুজ হোসেন (১২) জামসা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সে স্থানীয় গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুড়ি উড়ানো শেষ করে সবুজ বাড়িতে ফিরে আসে। এরপর সন্ধ্যায় নতুন আরেকটি সাপ ঘুড়িতে লাইট ফিটিং করে উড়ানো উদ্দেশে বের হওয়ার সময় ওই লাইটের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। লাইটের ব্যাটারিটি তৎক্ষণাৎ বিদ্যুতের লাইনে চার্জ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ সকালে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh