• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি

  ২৬ মে ২০২০, ১৬:৪৭
He died at Chittagong Medical Hospital at 12 noon today
সীতাকুণ্ডের মানচিত্র। ফাইল ছবি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর এলাকায় রাকিবুল ইসলাম (২৫) বয়সের এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ বেলা ১২টার সময় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যান তিনি। স্বজনেরা জানিয়েছেন, মারা যাওয়া আগে তাঁর জ্বর, সর্দি ,কাশি ও বুক ব্যথা ছিল। মারা যাওয়া পর যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাতে পরীক্ষার রিপোর্ট এর অপেক্ষায় আছে পরিবার। আশে পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারের স্বাস্থ্যবিধি মেনে উক্ত যুবককে দাফন করা হবে। সীতাকুণ্ডে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২জন মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন মোহাম্মদ রাশেদ বলেন, মারা যাওয়া যুবক করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়। যুবকের বাড়ী সীতাকুণ্ড হলেও তিনি কাপ্তাই থাকতেন। তিনি কাপ্তাই থেকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মারা যাওয়া যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে মারা যাওয়া যুবকের করোনা আক্রান্ত ছিলা কিনা। আমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে মারা যাওয়া যুবককে দাফন করা হবে।

উল্লেখ্য, সীতাকুণ্ডে এই পর্যন্ত ৭১জন করোনায় আক্রান্ত হয়েছেন যাহা চট্টগ্রাম জেলার মধ্যে সর্বাধিক আক্রান্ত উপজেলা।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
মাধবদীতে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু
ঝালকাঠিতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
X
Fresh