• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাবেক সংসদ সদস্য মতিন আর নেই

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০২০, ১৪:৫৫
সংসদ মৃত্যু চাঁদপুর
ছবি সংগৃহীত

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের চারবারের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল নয়টা পাঁচ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান পরিস্থিতির কারণে তার মরদেহ চাঁদপুর আনা হবে না। হাজীগঞ্জে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। এম এ মতিন একজন সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এম এ মতিন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি ) আসন থেকে চারবার জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সাবেক কুমিল্ল-২৩ (বর্তমানে চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি ১৯৮৬ সালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তার বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় মুন্সীবাড়ি। তিনি হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, প্রবীণ এ রাজনীতিকের শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh