• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফতুল্লায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০২০, ১০:০০
Narayanganj friend killed
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গেল রোববার দিনগত রাত একটার দিকে ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফেরদৌস। তিনি পটুয়াখালী জেলার শুভডুগী গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার রাকিব শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার পোপনচর গ্রামের সোবহান মিয়ার ছেলে। দুই বন্ধু গেল চার বছর ধরে লোকমান মিয়ার বাড়ির এক রুমে মেসে বাস করছে।

গেল এক মাস আগে সাদিয়া নামের এক মেয়েকে বিয়ে করার পর ফেরদৌস একই বাড়িতে আলাদা একটি রুম ভাড়া নেয়। আর রাকিব আগের মতো মেসেই থেকে যায়।

বাড়ির অন্যান্য ভাড়াটেরা জানান, এ দুই বন্ধুর মধ্যে আগে কোনও ঝগড়া বা অমিল দেখেনি কেউ। ফেরদৌসের বিয়ের মাত্র এক মাসের মাথায় কি করে তাদের বন্ধুত্ব শেষ হলো তা এখনও পরিষ্কার নয়।

ভাড়াটেদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদের আগের রাতে একটার দিকে এ বাড়ির অন্য এক ভাড়াটে সুমন বাসায় ফিরে গোসলখানার মধ্যে চিৎকার শুনতে পান।

পরে তিনি সেখানে গিয়ে রাকিবকে রক্তমাখা ছুরি হাতে দেখতে পান। এ দৃশ্য দেখে ভয়ে তিনি চিৎকার দিলে বাড়ির অন্যান্য ভাড়াটে বাসিন্দারা ছুটে আসে। তখন রাকিব দ্রুত বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ এসে ফেরদৌসের মরদেহ উদ্ধার করে।

নিহত ফেরদৌসের স্ত্রী সাদিয়া জানান, গেল এক মাস আগে পারিবারিকভাবে ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। রাকিব তার স্বামীর বন্ধু।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মামুন বলেন, নিহতের শরীরের পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে পঞ্চবটি এলাকা থেকে রাকিবকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আরটিভি অনলাইনকে জানান, গ্রেপ্তারকৃত রাকিব এখনও মুখ খুলেনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
X
Fresh