• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে আরও ২০ জন করোনায় আক্রান্ত 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০২০, ১৮:১৫
জয়পুরহাটে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন করোনা রোগী।

জয়পুরহাটে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন করোনা রোগী।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পাঁচবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের স্বামী-স্ত্রীসহ ১০ জন, ক্ষেতলাল উপজেলায় ৬ জন, আক্কেলপুর উপজেলায় ৪ জনসহ জেলায় ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

আজ সোমবার সকালে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে পাঠানো রিপোর্টে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ১৫০ জনের নমুনা নেগেটিভ হলেও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা ।

করোনা আক্রান্তরা পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ২৬ বছরের যুবক, আটুল গ্রামের ২৬ বছরের যুবক, বদুইল গ্রামের ৪০ বছরের নারী, মহব্বতপুর গ্রামের স্বামী-স্ত্রী,আওলাই গ্রামের ৩৮ বছরের পুরুষ,বারকান্দি গ্রামের ২২ বছরের যুবক, মুগরচন্ডিপুর গ্রামের ২৭ বছরের যুবতী, জাতাইর পাগলা বাজার গ্রামের ৩২ ও ৩৪ বছরের দুজন পুরুষ, ক্ষেতলাল উপজেলায় মহেশপুর গ্রামের ৪৫ বছরের পুরুষ, তিলাবদুল গ্রামের ৪৬ বছরের পুরুষ, ধনতলা গ্রামের ২৫ বছরের যুবক, আদর্শপাড়া গ্রামের ২৫ বছরের যুবতী,রসুলপুর গ্রামের ২৬ বছরের যুবক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ২৮ বছরের যুবক, আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের ১৫ থেকে ৩৮ বছরের কিশোর, যুবক ও নারী রয়েছে।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল, হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে এ পাঠানো রিপোর্টে ২৭০ জনের মধ্যে ২০ জনের পজিটিভ হয়, তাদের সকলকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে (সেফ অতিথিশালা) পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh