• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে ১৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৩

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০২০, ১৩:২৭
বরিশাল করোনা সুস্থ
ছবি সংগৃহীত

বরিশালে গেল ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।

আক্রান্তরা হলেন মূলাদী উপজেলার এক নারী (৩৮), হিজলায় এক পুরুষ (৪৭), বাকেরগঞ্জে এক পুরুষ (৪০), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৪০), এক স্টোরকিপার পুরুষ (৫৫), বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইজন সদস্য পুরুষ বরিশাল নগরীর সাগরদী কুয়েত প্লাজা সংলগ্ন এক পুরুষ (২৩), সাগরদী ছালাম চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এক শিশু (১১), নগরীর ফরেস্টার বাড়ি রোডে এক পুরুষ (৪০), সিএন্ডবি রোডে এক নারী (৩০), জিয়া সড়কে এক পুরুষ (৪০), নগরীর এক বাসিন্দা পুরুষ (৪০), পলিটেকনিক রোডে এক নারী (৪৫) এবং বরিশাল সদর উপজেলার কালিজিরা বাজারে এক পুরুষ (৫০)।

গতকাল ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী হিজলা এবং মূলাদী উপজেলার দুই জন ব্যক্তি এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর পিসিআর ল্যাবে ১৩ জনের রিপোর্ট পজেটিভ আসে।

বরিশালে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্টোর কিপারসহ মোট ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।