• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০২০, ১১:২৫
ঈদ জামাত নামাজ
ছবি সংগৃহীত

আজ সোমবার ফরিদপুরে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদগুলোতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ সকাল সাড়ে সাতটায় শহরের চকবাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর-৩(সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ দুই শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন।

নামাজের আগে বক্তব্য দেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (পিএনও) মো. আব্দুর রশীদ প্রমুখ।

নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, ও জাতির কল্যাণ, সুখ-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়।

নামাজ আদায় শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বৈশ্বিক দুর্যোগ করোনা সরকার সুনিপুণতার সঙ্গে মোকাবিলা করছে। সকলে মিলে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আমরা করোনা জয় করব।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
গোসলের পর নতুন করে অজু করতে হবে কি?
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
X
Fresh