• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্যবসার লভ্যাংশ নিয়ে চাচা খুন, ভাই-ভাতিজা আটক

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০২০, ০৯:১৯
Detained nephew business
ছবি সংগৃহীত

ব্যবসার লভ্যাংশ নিয়ে পারিবারিক বিরোধের জেরে বগুড়ার শিবগঞ্জে ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার দেউলী ইউনিয়নে এই ঘটনা ঘটে। রাতেই নিহতের ভাই ও ভাতিজাকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামের একই পরিবারের তিনজন মিলে রমজানে সেমাইসহ ঈদ সামগ্রীর ব্যবসা করেন মোকামতলা বন্দর এলাকায়। রোববার সন্ধ্যায় ওই ব্যবসার লভ্যাংশ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় আকতার হোসেন ধলু ও তার ছেলে শাহীনুর রহমানের সঙ্গে। বিবাদের একপর্যায়ে শাহীনুরের ছেলে রনি সেখানে ছুরি নিয়ে উপস্থিত হলে ধলুর আরেক ছেলে শামীম হোসেন তাকে আটকাতে যান। এ সময় রনির ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীমের।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রনি ও তার বাবা শাহীনুরকে আটক করে থানায় নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
X
Fresh