• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আবারও করোনাযুদ্ধে নামতে চান সেই পুলিশ সদস্যরা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০২০, ০৮:৪৪
করোনা  পুলিশ সদস্য
ছবি সংগৃহীত

তিন সহকর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শরীরে প্রাণঘাতী ভাইরাস। তবুও দমে যাননি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা। সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়তে চান তারা।

গতকাল রোববার দুপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারসামগ্রী গ্রহণ শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আরটিভি অনলাইনকে জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে আজ করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ঈদ উপহার প্রদান করা হয়।

জেনারেল হাসপাতালে ২১ জনসহ মোট ৪৮ জনকে এই উপহার প্রদান করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের মনোবলে চিড় ধরেনি। এ সময় তারা সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh