• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হালদায় আবারও মৃত ডলফিন উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ২৪ মে ২০২০, ১৭:৪৯
Halda again rescued dead dolphins
আবারও হালদায় মৃত ডলফিন

দেশের একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীর রাউজান অংশে আবারও মরা ডলফিন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম হাজী আমান আলা সওদাগরের বাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজন ডলফিনটি উদ্ধার করেন।

তারা জানান, হালদা নদীর রাউজান অংশের উরকিরচর এলাকায় এটি মৃত অবস্থায় পাওয়া যায়।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, বাহ্যিক লক্ষণ দেখে মনে হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে।

মৃত ডলফিনটির দৈঘ্য ৮ ফুট ১ ইঞ্চি। আর ওজন আনুমানিক ৭০ থেকে ৮০ কেজি হবে। এ পর্যন্ত মারা যাওয়া ডলফিনগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির বলেন, নদী ও জলজ প্রাণী রক্ষায় হালদায় কাজ করেছে প্রশাসন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh