• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়ি থেকে পালালেন করোনায় আক্রান্ত ব্যক্তি

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০২০, ১৪:২৪
The person who ran away from home was infected with Corona
মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাড়ি থেকে পালিয়ে গেছে কোভিড-19 পজিটিভ এক ব্যক্তি। নারায়ণগঞ্জ ফেরত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার নমুনা পরীক্ষায় পজিটিভ হলে প্রশাসন তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে।

সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে রিকশা চালাতেন। এক সপ্তাহ আগে নিজ বাড়িতে ফিরলে তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। নমুনা পরীক্ষায় পজিটিভ হলে স্বাস্থ্য বিভাগ তাকে শনিবার রাত থেকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করে। রাতেই তিনি বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে বিষয়টি টের পেয়ে আমরা প্রশাসনে অবগত করি।

বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাদিয়া আক্তার বলেন, আমরা সকালে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করতে গিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি টের পেয়েছি। তাকে উদ্ধার করার জন্য প্রশাসনে অবগত করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।