• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজবাড়ীতে একদিনে সর্বোচ্চ ২৫ জন করোনায় আক্রান্ত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০২০, ১০:২৬
In Rajbari, a maximum of 25 people are affected by corona in one day
ছবি সংগৃহীত

রাজবাড়ীতে একদিনে সর্বোচ্চ ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট ৪৯ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে নতুন আক্রান্ত ২৫ জনের নামের তালিকা এসেছে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

আক্রান্তদের মধ্যে বালিয়াকান্দিতে ১০ জন, পাংশায় ৯ জন ও সদর উপজেলায় ৬ জন রয়েছেন। এর মধ্যে বালিয়াকান্দির ৯ জনই সাধুখালী গ্রামের আগে আক্রান্ত একই পরিবারে স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের পরিবার ও প্রতিবেশী।

সিভিল সার্জন জানান, এখন থেকে হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা করার সরকারি নির্দেশ রয়েছে। অযথা ভয় এবং সামাজিক ভীতি না সৃষ্টি করতে সবাইকে অনুরোধ জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh