• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে জীবাণুনাশক টানেল স্থাপন

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ২১:৩২
Installation disinfectant tunnel Hili
জীবাণুনাশক ট্যানেল

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাকিমপুর (হিলি) পৌরসভার প্রবেশদ্বারে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে হিলি পৌরসভা প্রাঙ্গণে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দসহ অনেকে।

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পৌরসভার উদ্যোগে চারটি জীবাণুনাশক টানেল আনা হয়েছে। এর মধ্যে একটি হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটে, একটি হাসপাতালের গেটে, একটি উপজেলা পরিষদের সামনে ও একটি পৌরসভার প্রবেশদ্বারে বসানো হবে।

তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করা হবে এমন ৪টি মসজিদের প্রবেশ দ্বারে এই চারটি জীবাণুনাশক টানেলগুলো স্থাপন করা হবে। এতে মুসল্লিরা জীবাণুমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করতে পারবেন ও নামাজ আদায় শেষে জীবাণুমুক্ত হয়ে বাড়িতে যেতে পারবেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
গরমে বেড়েছে আখের রসের চাহিদা
রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নতুন কমিটি গঠন
হিলিতে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
X
Fresh