• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ১, নতুন আক্রান্ত ৪ জন 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ২০:০৯
Corona-virus
মেহেরপুর

মেহেরপুরে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ ঘটনায় ওই ৪ জনের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আজ দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে এক বৃদ্ধ মারা গেছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেন, নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের কোনও উপসর্গ এখনো দেখা দেয়নি। তাই তাদের বাড়ি আইসোলেশনে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, মেহেরপুর জেনারেল হাসপাতালে আজ দুপুরে করোনার উপসর্গ নিয়ে পলাশ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে ভুগছিলেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আর. এম.ও ডা. মোখলেছুর রহমান।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার ব্যক্তি জেলার বিভিন্ন জায়গায় ফেরি করে হাড়ি-পাতিল বিক্রি করতেন। তার বাড়ি গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলা আক্রান্তের সংখ্যা ১১ জন। আর সুস্থ হয়েছেন ২ জন এবং মার গেছেন ১ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh