• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে দুই সন্তানকে চুবিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ১৯:০৪
Comilla
ছবি সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বাবা এবং সৎ মায়ের বিরুদ্ধে দুই কন্যা সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত স্বর্না (১১) ফারিয়া (৫) ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহত দুই কন্যার মা সোনিয়া আক্তার বাদী হয়ে শনিবার দুপুরে বাবা সুমন এবং সৎ মা রুনা আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত সৎ মা রুনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে।

মামলার বিবরণে জানা যায়, নবীপুর গ্রামের সুমন মিয়ার প্রথম স্ত্রী সোনিয়া আক্তারের দুই কন্যা স্বর্ণা এবং ফারিয়া। এ পরিবারকে রেখেই সুমন গত দুই বছর পূর্বে রুনা আক্তার নামের ওই নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে উভয় স্ত্রীর মাঝে কলহ বিবেদ চলে আসছিল। এরই সূত্র ধরে শুক্রবার রাতে পরিকল্পিতভাবে প্রথম স্ত্রীর সন্তান স্বর্ণা এবং ফারিয়াকে বাবা সুমন এবং সৎ রুনা অপহরণ করে পানিতে চুবিয়ে হত্যা করে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, নিহতদের মা বাদী হয়ে মামলা দায়ের করেছে আর এরই প্রেক্ষিতে সৎ মা রুনা আক্তারকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
X
Fresh