logo
  • ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৮১ জন, সুস্থ হয়েছেন ৮১৬ জন, নমুনা পরীক্ষা ১১৪৩৯টি: স্বাস্থ্য অধিদপ্তর

রাজশাহীতে করোনাভাইরাসে পুলিশ সদস্যের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৩ মে ২০২০, ১৬:২৪ | আপডেট : ২৩ মে ২০২০, ২১:২৪
করোনা রাজশাহী  মৃত্যু
ছবি সংগৃহীত
এই প্রথম রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৫৭) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি রাজশাহীর আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সুবেদার পদমর্যাদার কর্মরত ছিলেন। তার অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ১৭ মে মোশারফ নওগাঁ থাকাকালীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হয়। সেই দিনই তিনি ছুটিতে রাজশাহীর চণ্ডিপুরে তার ভাড়া বাসায় চলে আসেন। বৃহস্পতিবার তার করোনা ফলাফল পজিটিভ আসায় শুক্রবার বিকেলে তাকে করোনা আইসোলেশন ইউনিট রাজশাহীর মিশন হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, করোনা ফলাফল পজিটিভ আসায় শুক্রবার প্রথমে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। বিকেল সাড়ে পাঁচটায় তিনি মিশন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ১১টায় তিনি মারা যান।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯৫৩৪ ১০৫৯৭ ৬৭২
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়