• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে করোনা উপসর্গ নিয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ১৫:৫০
A brick kiln worker died of corona symptoms in Joypurhat
জয়পুরহাট

জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ছিটহরিপুর (দেবরাইল) গ্রামে করোনা উপসর্গ নিয়ে শুক্রবার রাতে আলম হোসেন (৪২) নামে এক ইটভাটা শ্রমিক মারা গেছেন।

আজ শনিবার সকালে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

ভাদসা ইউপি চেয়ারম্যান স্বাধীন সরোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, পালি শরিফুল হাজীর ইটভাটায় শ্রমিকের কাজ করতেন আলম হোসেন। গত ১৫ দিন থেকে হাঁপানি, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন। স্থানীয় দোকান থেকে জ্বরেরে ওষুধও কিনে খেয়েছিলেন।

গত তিনদিন আগে পার্শ্ববর্তী জেলার ধামুইরহাটে উপজেলার একটি ক্লিনিকে গিয়ে পরীক্ষাও করেছিলেন। ওখানকার চিকিৎসক তাকে অ্যাজমা রোগের কথা বলেছিল। এরপর শুক্রবার রাতে আলম হোসেন মারাই যান।

এ ব্যাপারে জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী রায় জানান, খবর পেয়ে শনিবার সকালে স্বাস্থ্য বিভাগের দল গিয়ে মরদেহ ও তার পরিবারের সকলের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে।

করোনার রিপোর্ট পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
কলাপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh