• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস : চট্টগ্রামে আরেক পুলিশ সদস্যের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৩ মে ২০২০, ১৩:৫৬
করোনাভাইরাস : চট্টগ্রামে আরেক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ সদস্য মারা গেছেন।

আজ শনিবার (২৩ মে) সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।

মৃত পুলিশ সদস্যের নাম নেকাব্বর হোসেন (৪৫)। তিনি চট্টগ্রামের হালিশহর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ডা. রব জানান, ওই পুলিশ সদস্যের শ্বাসকষ্ট থাকায় তাকে শুক্রবার বিকেলে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

জানা যায়, নেকাব্বরকে গেল ১৪ মে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। শুক্রবার জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে ৮৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ জন। মারা গেছে দুজন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh