• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ১৩:৩২
করোনা নারায়ণগঞ্জ মৃত্যু
ছবি সংগৃহীত

গেল দুই দিন ধরে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মারা যাওয়া চারজন সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. ইমিতয়াজ আহমেদ জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে একজন পুরুষের মৃত্যু হয়েছে। তার বয়স ৫৪। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ এ । একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৫৪ জন আর মোট আক্রান্তের সংখ্যা ১৯৭১ জন।

গেল ২৪ ঘণ্টায় ১৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে ৮৮০০ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এ পর্যন্ত জেলা ৬৬৪ জন সুস্থ হওয়ার কথাও জানিয়েছে তারা।

এদিকে শুক্রবার নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় যোগ হয়েছিলো তিনজনের নাম। এ তিনজনই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। আজ শনিবার যে ব্যক্তি মারা গেছেন, তিনিও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৪৮ জনই সিটি করপোরেশন এলাকার। আক্রান্তের সংখ্যার দিকেও সিটি এলাকায়ই বেশি বলে সিভিল সার্জন অফিসের দেয়া পরিসংখ্যানে জানা গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh