• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীদের চাপ (ভিডিও)

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৩ মে ২০২০, ১০:২৫
Passenger pressure at Aricha and Paturia ferry terminals in Manikganj
ছবিঃ সংগ্রহীত

ব্যক্তিগত যানবাহন চলাচলের অনুমতি দেয়ায় ভোর থেকে চাপ বেড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশমুখ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে।

প্রশাসনের নজরদারি কম থাকায় সামাজিক দুরত্ব বজায় না রেখে গাদাগাদি করে ফেরি পার হয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে যাত্রীরা।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, এই মুহূর্তে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি প্রস্তুত আছে। বর্তমানে ৮টি দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনসহ পণ্যবাহী ট্রাক পাড় করা হচ্ছে।

গণ পরিবহন পারাপারের জন্য যেসব ফেরি রয়েছে তা ঘাট এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। জিল্লুর রহমান বলেন, যতই যানবাহন বা ঘরে ফেরা মানুষ পাড় হতে আসুক তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। কোনও ধরনের দুর্ভোগ ছাড়া তাদের পার করতে সক্ষম হবো।