• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাঙামাটিতে আরও ৩ জন করোনায় আক্রান্ত

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ০৯:২২
রাঙামাটিতে আরও ৩ জন করোনায় আক্রান্ত

রাঙামাটিতে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে।

শুক্রবার (২২ মে) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৫টি রিপোর্টের মধ্যে ৩ টি পজিটিভ এবং ৪২টি নেগেটিভ এসেছে।

শুক্রবার আসা রিপোর্টে নতুন করে শনাক্ত তিন করোনা রোগীর একজন রাঙামাটি শহরের এবং বাকি দুজন নানিয়ারচর ও কাউখালী উপজেলার। রাঙামাটি শহরের আক্রান্ত ব্যক্তি শহরের এ্যালায়েন্স হাসপাতালের কর্মী বলেও নিশ্চিত হওয়া গেছে।

নতুন করে তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৬। এদের মধ্যে প্রথম আক্রান্ত ৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন এবং ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টিনে আছেন।

এর আগে ৬ মে রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন ৪ জন। এরপর ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন, ১৪ মে ১১ জন, ১৬ মে ১ জন, ১৯ মে ১৭ জন এবং ২২ মে ৩ জন আক্রান্ত হলো করোনায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh