logo
  • ঢাকা বুধবার, ০২ ডিসেম্বর ২০২০, ১৭ অগ্রহায়ণ ১৪২৭

ঝালকাঠিতে আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত

Coronavirus
ফাইল ছবি

ঝালকাঠিতে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ জন।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নলছিটিতে ৪ জন, রাজাপুরে ১ জন ও ঝালকাঠি সদরে ১ জন রয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় চিকিৎসক ও নার্সসহ মোট ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এজে

RTVPLUS