logo
  • ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৮১ জন, সুস্থ হয়েছেন ৮১৬ জন, নমুনা পরীক্ষা ১১৪৩৯টি: স্বাস্থ্য অধিদপ্তর

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩, আক্রান্ত ৩৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২২ মে ২০২০, ১৪:১০ | আপডেট : ২৩ মে ২০২০, ১১:১১
Corona Narayanganj is dead
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন পুরুষ ও দুই নারী মারা গেছে। তারা সবাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

এ নিয়ে এ জেলায় ৬৯ জন মারা গেল। সকালে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, নতুন করে ৩৯ জন আক্রান্ত হয়েছে আর মোট আক্রান্তের সংখ্যা ১৯১৭ জন।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৬৪, বন্দর উপজেলায় ৪৬, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৮৮৮, রূপগঞ্জ উপজেলায় ১৫৩, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৬৩৮ ও সোনারগাঁও উপজেলায় ১২৮ জন। পুরো জেলায় ১৯১৭ জন।

এলাকাভিত্তিক সুস্থের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ২৯, বন্দর উপজেলায় ১২, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৩৮১, রূপগঞ্জ উপজেলায় ছয়, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৬৯ ও সোনারগাঁও উপজেলায় ১৯ জন। পুরো জেলায় ৬১৬ জন।

এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে বন্দর উপজেলায়  এক, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৭, রূপগঞ্জ উপজেলায়  এক, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৬, সোনারগাঁও উপজেলায়  চারজন এবং আড়াইহাজার উপজেলায় কোনও মৃত্যু নেই। পুরো জেলায় ৬৯ জন। এদিকে ঈদকে সামনে রেখে মার্কেটে মানুষের আনাগোনা বেড়েছে। সড়কে গণপরিবহন ছাড়া চলাচল করছে অসংখ্য যানবাহন।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯৫৩৪ ১০৫৯৭ ৬৭২
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়