logo
  • ঢাকা সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আরটিভির সার্বিক সহযোগিতায় নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২২ মে ২০২০, ১২:২৪ | আপডেট : ২৩ মে ২০২০, ১২:১৮
Corona online land
ছবি সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে আরটিভির সার্বিক সহযোগিতায় আলোর মিছিল শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক স্বল্প আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার তাগিদে আসা গাজীপুর ও টঙ্গীতে ভাসমান মানুষের সংখ্যা অনেক বেশি। বৈশ্বিক সংকট করোনাভাইরাসের ফলে গাজীপুরকে লকডাউন করা হয়েছে।

তাই এ সকল নিম্নআয়ের মানুষের ঈদকে আনন্দময় করার উদ্দেশ্যেই আরটিভির সার্বিক সহযোগিতায় মূলত আলোর মিছিল শিক্ষা পরিবারের এই উদ্যোগ। উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোর মিছিল শিক্ষা পরিবারের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন ও আলোর মিছিল শিক্ষা পরিবারের চেয়ারম্যান সৈয়দ শাহ মুজিবুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে আলোর মিছিল স্কুলের  প্রিন্সিপাল সৈয়দ আখতার হোসাইন বলেন, আলোর মিছিল শিক্ষা পরিবার ভবিষ্যতেও অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য কাজ করে যাবে। সার্বিকভাবে সহযোগিতা করায় আরটিভি পরিবারকেও ধন্যবাদ জানান তিনি।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়