• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৫৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২২ মে ২০২০, ১২:১২
Shimulia-Kanthalbari, Naurut, ferry service
ফেরি চলাচল। ছবি- আরটিভি অনলাইন।

দীর্ঘ ৫৬ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১মে) রাত ১১ টা থেকে এ রুটে সকল ফেরি চলাচল শুরু হয়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক ছোট-বড় গাড়ি।

এর আগে লকডাউনের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা ঘরমুখো যাত্রী ও গাড়ীর চাপ বৃদ্ধি পাওয়ায় ও পরবর্তীতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আবহাওয়া বৈরী হওয়ায় গত সোমবার (১৮মে) দুপুর ৩টা থেকে এ রুটের সকল ফেরি বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এসময় লাশবাহী এ্যাম্বুলেন্স, জরুরী সেবা গাড়ি পারাপারে সীমিত আকারে কয়েকটি ফেরি চলাচল করে। যাত্রীও আসতে শুরু করেছে ঘাটে।

বিআইডব্লিউটিসি মাওয়া উপ-সহকারী মহাব্যবস্থাপক(এজিএম)শফিকুল ইসলাম জানান, গতকাল রাত ১১ টা থেকে এ রুটে সকল ফেরি চলাচল শুরু হয়। আগে লকডাউনের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা ঘরমুখো যাত্রী ও গাড়ীর চাপ বৃদ্ধি পাওয়ায় ও পরবর্তীতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আবহাওয়া বৈরী হওয়ায় গত সোমবার দুপুর ৩ টা থেকে সরকারী নির্দেশনায় এরুটের সকল ফেরি বন্ধ রাখা হয়। বর্তমানে এ রুটে ১১ টি ফেরি চলাচল করছে। ঘাটে যাত্রীও রয়েছে। শিমুলিয়া ঘাটে পাড়াপাড়ের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক ছোট-বড় গাড়ি। ঘাট স্বাভাবিক রয়েছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
X
Fresh