• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলের নৌ ঘাটগুলোতে ঘরমুখো মানুষের ঢল

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ১১:৪৮
Tangail home people
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটি কাটাতে ভয় আর শঙ্কা নিয়ে বাড়ি ফিরছে মানুষ। বঙ্গবন্ধু সেতু দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী হাজার হাজার মানুষ মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় যমুনা নদী পাড় হচ্ছে।

সুপার সাইক্লোন আম্পানের সতর্কতার কোনও তোয়াক্কা না করে ভূঞাপুরের গোবিন্দাসী নৌঘাট এবং কালিহাতীর গড়িলাবাড়ি ও নিউ ধলেশ্বরী ঘাট দিয়ে গাদাগাদি করে নৌকাযোগে স্বপরিবারে ছোট ছোট শিশু নিয়ে নারী-পুরুষ গন্তব্যে যাচ্ছেন। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে নৌ মালিকরা। এভাবে নদী পাড় হতে গিয়ে সম্প্রতি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিনজন নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ভূঞাপুরের গোবিন্দাসী নৌ ফাঁড়ির ইনচার্জ এসআাই আলআমিন জানান, মহাসড়ক দিয়ে লোকজন ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও পায়ে হেঁটে নৌঘাটে ভিড় জমাচ্ছে নদী পাড় হয়ে ওপারে যেতে। আমরা সতর্কাস্থায় রয়েছি, যাতে কেউ নৌঘাটে ভিড় জমাতে বা নদী পাড় না হতে পারে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
X
Fresh