• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেই শিশুটিকে দত্তক নিলেন ঠিকাদার দম্পতি

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১৮:০৫
শিশু দত্তক ঢাকা
ছবি সংগৃহীত

মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুটিকে দত্তক নিলেন নারায়ণগঞ্জের এক প্রথম শ্রেণির ঠিকাদার।

গতকাল বুধবার বি‌কে‌লে প্রশাসনের সহযোগিতায় আদাল‌তের মাধ‌্যমে তিনি শিশুটির দায়িত্ব নেন। তবে ঠিকাদার দম্প‌তির গ্রা‌মের বা‌ড়ি ন‌ড়িয়া উপ‌জেলার ভো‌জেশ্বর ইউ‌নিয়‌নের নরক‌লিকাতা গ্রা‌মে।

শিশুটির দায়িত্ব নেওয়া দম্পতি গণমাধ্যমকর্মীদের কাছে তাদের নাম প্রকাশ ও ছবি না দিতে অনুরোধ জানিয়েছেন।

গেল ১৬ মে রাত ১১টা ২০ মিনিটে শরীয়তপুর সদর হাসপাতালে জন্ম হয় কন্যা শিশুটির। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। নাম তার চায়না আক্তার (৩৪)। তিনি জানেন না তার স্বামীর পরিচয়। ওই‌দিন রাত ১০টার দি‌কে ওই নারীকে ভো‌জেশ্বর এলাকার সড়‌কের পা‌শে অস‌ুস্থ অবস্থায় দেখে স্থানীয় লোকজন নড়িয়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। প‌রে তারা পু‌লি‌শ ও স্বাস্থ‌্য বিভা‌গের সহ‌যো‌গিতায় তা‌কে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চারদিন পর বুধবার ভোরে কাউকে কিছু না বলে নবজাতককে ফেলে হাসপাতাল থেকে চলে গেছেন ওই নারী।