• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত

হাতিয়ায় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১৩:৪১
Ampan Hatia cyclone
ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে চারটি ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় জোয়ারের পানির স্রোতে অনেক কাঁচা ঘর-বাড়ি ভেসে যায়। এছাড়া প্রভল ঘূর্ণি বাতাসে বিদ্যুতের খুঁটি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়।

উপজেলা পরিষদের তথ্য সূত্রে জানা যায়, হাতিয়াতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্রায় দুইশ কাঁচা ঘর-বাড়ি আংশিক ও ৫০টি ঘর-বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়া বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষতি হয় । অনেক জায়গায় বিদ্যুতের খুটি ভেঙে যায়।

এদিকে ঘূর্ণিঝড়ে বুধবার রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় ২০ হাজার মানুষ সকাল থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে। হাতিয়ার সঙ্গে মূলভূখণ্ডের নৌ যোগাযোগ এখন ও বন্ধ রয়েছে।

জেবি