• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে নদীর বেড়ি বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১৩:২৫
Ampan Barisal suffering
ছবি সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিষখালি নদীর বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষখালী নদীর পানি চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পাওয়ায় অনেক বাড়ি ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও বহু স্থাপনা ভেঙে গেছে। উপরে পড়েছে বহু গাছপালা ও বিদ্যুতের খুটি।

বিষখালী নদীর পাঁচ কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কাঁঠালিয়া, আউরা, জয়খালী, চিংড়াখালী, বড়কাঁঠালিয়া, আওরাবুনিয়া, রগুয়ারচরসহ কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে শতশত একর জমির ফসল, জলাশয়ের মাছ ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামাঞ্চলের অনেক স্থানের কাঁচা সংযোগ রাস্তা ভেঙে বিভিন্ন বাড়ি ও এলাকার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বেড়িনা থাকায় আজ বুধবার জোয়ারের পানি অনেক বাড়ি ঘরে ঢুকে পড়েছে। ফলে বিষখালী নদীর তীরবর্তী অরক্ষিত এলাকার মানুষ আতঙ্কিত রয়েছে।

আশ্রয়কেন্দ্রগুলোতে কয়েক হাজার মানুষ ও গবাদি পশু আশ্রয় নিয়েছে। উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আগত লোকদের খোঁজ-খবর নেওয়া হয়েছে ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh