logo
  • ঢাকা সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২১ মে ২০২০, ১২:৫৬ | আপডেট : ২১ মে ২০২০, ১৬:৪৯
Corona died in Narayanganj
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জে গেল ২৪ ঘণ্টায় ৫৪ বছরের একজন পুরুষ আর ১৬ বছরের এক কিশোরী করোনায় মারা যাওয়ার কথা জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

ওই পুরুষের বাড়ি সোনারগাঁয়ে এবং কিশোরী সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৬ তে।  একই সময়ে ৫৪ জন নতুন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৮৭৮ জন।

জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, গেল ২৪ ঘণ্টায় ৪৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা থেকেই  ২০৮ জনের নমুনা নেয়া হয়েছে। এরপর রূপগঞ্জে ৬৮, সোনারগাঁয়ে ৬৩, সদর উপজেলায় ৫২, বন্দরে ৩৯ ও আড়াইহাজারে ৩৩ জনের নমুনা নেয়া হয়।

আক্রান্তের দিকেও সদর উপজেলা এলাকা এগিয়ে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন। ১১ জন করে আক্রান্ত হয়েছে  সিটি করপোরেশন এলাকা ও সোনারগাঁয়ে। বন্দরে  একজন আক্রান্ত হলেও  রূপগঞ্জ ও আড়াইহাজারে গেল ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তারা আরও জানায়, এ পর্যন্ত ৫২২ জন সুস্থ হয়েছেন।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়