• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আম্পানের প্রভাবে বরিশালের নিম্নাঞ্চল প্লাবিত

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১২:৪২
Ampan Barisal flooded
ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্লাবিত হয়েছে বরিশালের নদী তীরবর্তী ও নিন্মাঞ্চল। গতকাল বুধবার রাতে ৮৬ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে ঘূর্ণিঝড়টি বরিশাল অঞ্চল অতিক্রম করে। তবে এর আগেই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাইক্লোন শেল্টারে আনা হয়েছে।

এ সময় মোট ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীর পানি অন্তত ১০ ফুট বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বাতাসের প্রভাবে কাঁচা ঘর-বাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হলেও জেলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঝড়ের প্রভাবে অধিকাংশ এলাকায় একটানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। এখনও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।

কৃষি বিভাগ জানায়, ঝড়ের আগেই আবাদকৃত বোরো ধানের ৯০ শতাংশ ধান ঘরে তোলায় ধানের আংশিক ক্ষতি হয়েছে। তবে জেলার গৌরনদী, বানারীপাড়া ও আগৈলঝাড়া উপজেলায় দুই হাজার ৮০০ হেক্টর জমির পানের বরজ ও নয়শত হেক্টর জমির কলার কিছুটা ক্ষতি হয়েছে। জেলার আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh