• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত ছিলেন বায়তুশ শরফের পীর মাওলানা কুতুবউদ্দিন

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২১ মে ২০২০, ১২:১৭
Pir Maulana Qutbuddin of Baitush Sharaf was attacked by Corona
ছবি: সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বায়তুশ শরফের পীর মাওলানা কুতুবউদ্দিন করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২০ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটি এসবি) মো. আবদুল ওয়ারিশ বলেন, সিভিল সার্জন অফিস থেকে আমাদের জানানো হয়েছে বাইতুশ শরফের পীর মাওলানা কুতুবউদ্দিনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। আমরা বিষয়টি নিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। জানাজায় লোক সমাগম কম করার জন্য অনুরোধ করেছি। তারা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরের নামাজের পর জানাজা হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে জানাজা আয়োজনের জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা।

জানা যায়, তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারাদেশে ভক্তকুলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh