• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিরাজগঞ্জে আম্পানের প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ২১ মে ২০২০, ১১:০৭
Wind and rain due to the effect of Ampan in Sirajganj
ছবি: সংগৃহীত

আম্পানের প্রভাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিরাজগঞ্জে বৃষ্টিপাত ও প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

রাত ১০টা থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলেও মধ্য রাত থেকে ভোর পর্যন্ত তা অব্যাহত থাকে। সকাল থেকে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস বইতে থাকে। এছাড়া যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়ে তীব্র ঢেউ এর সৃষ্টি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. হাবিবুল হক জানান, ফসলের তেমন ক্ষয় ক্ষতি না হলেও জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলায় ৯টি উপজেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হলেও বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।