• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লণ্ডভণ্ড খুলনাঞ্চলের উপকূল

খুলনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ০৯:২৪
Landbhand is the coast of Khulna region
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। জোয়ারের পানি বেড়ে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের ও ফসলি জমি।

বুধবার (২০ মে) সন্ধ্যায় খুলনাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে আম্পান। এর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় গোটা এলাকা। হাজারো গাছ ভেঙে গেছে। খুলনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় সব এলাকা।

জানা গেছে, খুলনার কয়রা উপজেলার ১১টি জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ধানসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার জানান, খুলনায় ২ লাখ ৭ হাজার মানুষ ৮১৪টি সাইক্লোন সেন্টারে আশ্রয় নেন। অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা দুপুর নাগাদ ক্ষয়ক্ষতি তথ্য জানালে সঠিক পরিসংখ্যান জানা যাবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh