• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাটুরিয়া থেকে আসা যাত্রীবোঝাই ফেরি ফেরত পাঠাল পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ২০:১৩
Police have sent back a passenger ferry from Paturia to Daulatdia Ghat.
রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে পাটুরিয়া থেকে আসা একটি যাত্রীবোঝাই ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ফেরত পাঠিয়েছে পুলিশ।

আজ বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে পুলিশ ওই ফেরিটি ফেরত পাঠায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, বাধ্য হয়েই যাত্রী নিয়ে আসা ফেরিটি ফিরিয়ে দেয়া হয়েছে। এখন থেকে কোনও ফেরিই ঘাটে ভিড়তে দেয়া হবে না। এছাড়াও ট্রলারে ঝুঁকি নিয়ে কেউ যাতে পদ্মা পাড়ি দিতে না পারে সে জন্য নদীতে নৌ পুলিশ টহল দিচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই নৌরুটে কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। একপর্যায়ে রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতদিয়া ঘাটের পন্টুনে কঠোর অবস্থান গ্রহণ করে। আর ঢাকা নামের ফেরিটি পাটুরিয়া থেকে ছেড়ে এসেছে, তাই বিষয়টি পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ দেখবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh