• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আম্পানের প্রভাবে কয়রার বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ মে ২০২০, ১৬:৩২
Ampan water supplied locality printing embankment Koira
বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি যাওয়ায় স্থানীয়রা নিজ উদ্যোগে সেটি মেরামত করেন

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে খুলনা জেলার কয়রার দুই এলাকায় জোয়ারের পানি বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে।

আজ বুধবার দুপুরের দিকে কয়রার দক্ষিণ বেদকাশী আংটিহারা ও গোলখালি এলাকায় জোয়ারের পানি ঢুকছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নিজ উদ্যোগে বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করেছে। তবে, যেকোনও মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার কিছুক্ষণ পরে জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকতে শুরু করে। তাদের আশঙ্কা এভাবে চলতে থাকলে রাতের জোয়ারের পানি যখন বাড়বে তখন পরিস্থিতি ভয়াবহ হবে।

জানা যায়, সংস্কারের অভাবে খুলনার কয়রায় প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপজেলার জোড়শিং বাজারসহ কয়েকটি এলাকায় বেড়িবাঁধের মাটি নদীতে বিলীন হয়ে গেছে।

কয়রার ইউপি চেয়ারম্যান জিএম শামসুর রহমান বলেন, জোড়শিং বাজারসহ দক্ষিণ বেদকাশি এলাকার বেড়িবাঁধের নাজুক অবস্থা সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) আগেই কয়েকবার জানানো হয়েছিল। কিন্তু তারা গুরুত্ব না দেয়ায় ভাঙনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কয়রার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, কয়রার ৪৭টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভরা জোয়ারের সময় ঘূর্ণিঝড় আঘাত হানলে বেড়িবাঁধ ভেঙ্গে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়িবাঁধ সংস্কারে বন উজাড়, ঝুঁকিতে সমুদ্র উপকূলের মানুষ
X
Fresh