• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে আট হাজার বাসিন্দা

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ১৫:৫১
Jhalakati Shelter Rain
ছবি সংগৃহীত

দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্পান থেকে রক্ষা পেতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে নদীতীরবর্তী আট হাজার বাসিন্দা। এছাড়া ৩১১টি গবাদি পশুকে আশ্রয় কেন্দ্র আনা হয়েছে। রাত থেকে থেমে থেকে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। এ সকল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে লোকজন। সময় যতো যাচ্ছে ততোই বাড়ছে বৃষ্টি ও দমকা হাওয়া।

প্রতিটি আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে অবস্থান করতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। জেলার ২৭৪টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঝালকাঠিতে ভারি বৃষ্টি হচ্ছে ও নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে। উত্তাল হয়ে উঠেছে নদ-নদী। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গঠন করা হয়েছে প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম। প্রশাসনের পক্ষ থেকে আম্পান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পাঁচটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
X
Fresh